প্রকাশিত: ০৯ জুন, ২০২৪ ১২:১০:১৫
নিখোঁজ
আমিমুল এহসান নাজিফ
যদি সেথা হারাই,
যেথা হতে ফিরেনা তরী।
যদি চিরতরে যাই,
কখনো না ফিরি।
যদি এমন কোথাও যাই,
যেথা হতে না আসি।
যদি শুনতে না পাই,
কারো আবদারের বাঁশি।
তবে কি এমন হবে কখনো?
আমাকে কেউ খুঁজবে তখনো!
তখনো কি কেউ অপেক্ষার প্রহর গুনবে?
শূন্যতায় প্রতিনিয়ত পুড়বে!
তখনো কি জ্যোৎস্নার আলোতে
খুঁজে বেড়াবে কেউ?
মোর তরীর অপেক্ষাতে
নাচবে কি ঢেউ?
তখনো কি হবে কেউ
ক্ষত-বিক্ষত?
মোর তরে ছিল তাদের
আবদার কতো শতো!
তখনো কি আসবে ঢেউ,
তরীহীন তীরে?
খুঁজে বেড়াবে হন্যে হয়ে
মহাকালের ধারে!
না!না! আমি আসবনা কভু ফিরে,
হারিয়ে গেছি চিরতরে।
মোর দর্শন পাবেনা কেউ,
কোটি মানুষের ভিড়ে!
প্রজন্মনিউজ২৪/মুশ
সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের
ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন
ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা
ড. ইউনূস সরকারের অধীনে এবারের নির্বাচন হবে
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা।
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়েছে আ’লীগ ।
বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ আজ
জকসুতে শিবিরের প্যানেল ঘোষণা- ভিপি পদে রিয়াজুল, জিএস আরিফ
গাইবান্ধার নতুন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার দায়িত্ব গ্রহণ